কিভাবে ব্যবসার আইডিয়া পাবেন

কিভাবে ব্যবসার আইডিয়া পাবেন

ব্যবসার আইডিয়া নিয়ে অনেকেই বিপাকে থাকেন তাই আজকে আমরা আলোচনা করবো কিভাবে ব্যবসার আইডিয়া পাবেন। এই আর্টিকেল টি তাদের জন্য যারা নতুন ব্যবসা করার জন্য আইডিয়া খুজছেন।

ব্যবসার আইডিয়া খুঁজে বের করার সবচেয়ে সহজ উপায় হল সমস্যা চিহ্নিত করা। প্রতিটি সমস্যার একটি সম্ভাব্য ব্যবসায়িক সুযোগ আছে যদি আপনি সেগুলি ব্যবসার মাধ্যমে সমাধান করতে পারেন। আপনি যদি ব্যবসায়িক ধারণা পেতে চান, তাহলে প্রথমে প্রধান সমস্যাগুলি চিহ্নিত করুন এবং ব্যবসায়ের মডেলের মাধ্যমে সেগুলি সমাধান করুন।

নতুন নতুন আইডিয়া ছাড়া কোন ব্যবসাকে প্রতিষ্ঠিত করা অসম্ভব।কিন্তু অনেক উদ্যোক্তারাই নতুন কি নিয়ে ব্যবসা শুরু করবে তার আইডিয়া সংকটে থাকে।নতুন উদ্যোক্তাদের জন্য বলছি, যারা এখনও অনেকের কাছ থেকে জেনে শুনে কিংবা গুগলে সার্চ করেও নতুন কোন আইডিয়ার কুল কিনারা করতে পারেন নি, তারা চোখ বুলিয়ে দেখতে পারেন আমাদের দেয়া এই পাঁচটি টিপস।

নতুন কোন আইডিয়া খুঁজে বের করতে নিজে ঘরে বসে না থেকে বেড়িয়ে পরুন। কথা বলে দেখুন আপনার আশে পাশের মানুষের সাথে। তাদের কাছ থেকে শুনে কথা বলে বের হয়ে যাবে নতুন অনেক আইডিয়া।বাংলাদেশের এলাকা ভিত্তিতে একেক জায়গায় ব্যবসা করতে গিয়ে টাকার পরিমাণও একেক ধরণের হয়।তাই বাজেট তৈরি করতে বেশ কিছু অভিজ্ঞ মানুষের পরামর্শ নেয়াটাই বুদ্ধিমানের কাজ হবে।

কোন ব্যবসা শুরু করার আগে বেশ কিছু প্রশ্ন আপনি নিজেকেই করতে পারেন। আপনি নিজে কি কাজ করতে পছন্দ করেন? আপনি কোন কাজটি সবচেয়ে ভাল পারেন?

ব্যবসা সংক্রান্ত টিপস দিতে উদ্যোক্তাদের নিজেদেরকেই এই দুটো প্রশ্ন করতে বলেছেন বিজনেস এনালাইসিস নিয়ে কাজ করা লাইট ক্যাসেল পার্টনারসের সিইও বিজন ইসলাম।সিটি ব্যাংকের ভাল সম্মানীর চাকরি ছেড়ে বিজনেস এনালাইসিসকে নিজের পেশা হিসেবে বেছে নিয়েছেন তিনি।তার মতে, নতুন উদ্যোক্তাদের এই দুটি প্রশ্নের উত্তর বের করে সেই অনুযায়ী কাজ করে যাওয়াই ভাল।

বিজনেস আইডিয়া খুঁজে পাওয়া কঠিন নয়। আপনি যদি গুগলে সার্চ করেন তাহলে আপনি অনেক নতুন ব্যবসার আইডিয়া পাবেন কিন্তু আইডিয়াগুলো বাস্তবায়ন না করলে আপনি হাজার হাজার ব্যবসায়িক আইডিয়া থেকে একটি পয়সাও আয় করতে পারবেন না।

যেকোন ব্যবসা শুরু করার আগে যা করণীয়

যেকোনো ব্যবসা শুরু করার আগে, ব্যবসাকে প্রসারিত করা যাবে কি না বা সময়ের সাথে ব্যবসাকে স্কেল করতে পারবেন কি না তা চিন্তা করা উচিত। যদি তা করা না যায় তাহলে ঐ ব্যবসাকে বড় ব্যবসায় রূপান্তরিত করা যাবে না।

আরেকটি বিষয় হল ব্যবসার জন্য দক্ষতার প্রয়োজন। কিছু ব্যবসা দক্ষতা ছাড়া চালানো যায়, আবার কিছু ব্যবসা দক্ষতা ছাড়া করা যায় না।

আপনি যদি আপনার ব্যবসা দ্রুত স্কেল করতে চান তাহলে আপনাকে অবশ্যই আপনার ব্যবসার অনলাইন উপস্থিতি নিশ্চিত করতে হবে। গবেষণায় বলা হয়েছে যে, অনলাইন ব্যবসা দ্রুত বৃদ্ধি পায়। এই কারণেই আপনি অনলাইন ব্যবসা অর্থাৎ আইটি-সম্পর্কিত ব্যবসা থেকে ভালো আয় করতে পারবেন।

Related Articles

Stay Connected

0FansLike
3,911FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles